feature single

How to be an agent ?

আপনি কিভাবে এজেন্ট হবেন ।

বাই ওয়ার্ল্ড (প্রাঃ) লিঃ বাংলাদেশের সকল বিভাগ, জেলা এবং থানা পর্যায়ে এজেন্ট নিয়োগ দিচ্ছে। দেশের সকল ধরনের কম্পিউটার টেনিং সেন্টার এবং কম্পিউটার জেনারেল সপফ কে এজেন্ট হিসাবে নিয়োগ দিচ্ছে। আমাদের ওয়েব সাইড থেকে সারভিস এর মধ্যে এজেন্ট ফরম আইকোনে ক্লিক করুন। অনলাইনে আপনি একটি এজেন্ট ফরম দেখতে পারবেন। (Name) আপনার নিজের নামটি টাইপ করুন অবশ্যই ইংরেজিতে। (Email Address) অবশ্যই আপনার ভ্যালিড ইমেল আইডি টি টাইপ করুন। আপনার এই ইমেল আইডিই মূলত আমাদের আইডি হয়ে যাবে। উল্লেখ্য ভ্যালিড ইমেল আইডি না হলে যদি কখনো আপনি Password  ভুলে যান সেখেত্রে আপনি আর Password ঠিক করতে পারবেন না। (Password) আপনার ইচ্ছামত Password টি টাইপ করুন। (Phone ) আপনার ফোন নাম্বার টাইপ করুন। কোম্পানি থেকে আপনাকে ফোন করেই আপনার আইডি Open করা হবে। (Address) আপনার ব্যক্তিগত ঠিকানাটি টাইপ করুন। (Photo) আপনার ব্যক্তিগত ছবিটা মার্ক করুন।  বাই ওয়ার্ল্ড (প্রাঃ) লিঃ আপনাকে আপনার প্রতিষ্ঠানের নামে একটি ডায়নামিক ওয়েব পেজ তৈরী করে দিচ্ছে সর্ম্পন্ন ফ্রী। (Domain Link Name) এখানে আপনার ওয়েব পেজ এর লিং নামটি টাইপ করতে হবে। (./_ এবং সংখ্যা) ব্যবহার করা যাবে না। (Company Name) আপনাার প্রতিষ্ঠানের নাম টাইপ করুন। আপনার পদবি এবং প্রতিষ্ঠানের ঠিকানা টাইপ করুন। (Company Logo) আপনার প্রতিষ্ঠানের লগো এড করুন। (Company Banner) আপনার প্রতিষ্ঠানের ব্যানার ফটো এড করুন। আপনার প্রতিষ্ঠানের ট্রেড লাইন্সেন এড করুন। এবার সাবমিট করুন। আপনার আইডি টি Open করে একটি ইমেল পাঠানো হবে। আপনার ওয়েব পেজ এর লিং সহ। 
বাংলাদেশের সকল জেলায় আমাদের মাঠ কর্মির নিকট থেকেও এজেন্ট ফরম পূরণ করেও আপনি এজেন্ট হতে পারবেন।
e