Today's world has made life easier for information technology. Every time you can keep in touch with your family using information technology. By using our information service, you can establish a complete connection with your child. Ensure presence of your child's school, Ensure presence in all classes, To ensure child's position in school, Even your child's school will be able to watch at the time of the holidays. We are trying to make these services very easy to you.
এই পৃথিবীতে আপনি প্রযুক্তির যা কিছু আপনি ব্যবহার করছেন তার কোনটাই আপনা আপনি সৃষ্টি হয়নি। আজকের এই পৃথিবী তথ্য প্রযুক্তির কল্যাণে মানব জীবন যাত্রা অনেক সহজ করে তুলেছে । আজকে প্রতিটা মূহুর্তে আপনি আপনার পরিবারের সংঙ্গে যোগাযোগ রাখতে রাখতে পারছেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে। আমাদের এই তথ্য সেবা ব্যবহার করে আপনার আদরের সন্তানের সহিত সার্বক্ষনির যোগাযোগ স্থাপন করতে পারবেন। আপনার সন্তানের স্কুলে উপস্থিতি নিশ্চিত করা, সকল ক্লাসে উপস্থিত নিশ্চিত হওয়া, স্কুলে সন্তানের অবস্থান নিশ্চিত করা, এমনকি আপনার সন্তানের স্কুল ছুটি হওয়ার সময়টিও ঘরে বসে দেখতে পারবেন। আমরা এই সকল সেবাগুলো আপনাদের মাঝে খুব সহজ ভাবে তুলে ধরার চেষ্টা করছি।
BAI World (Pvt) Ltd. Build Awareness with Information. তথ্য দিয়ে সচেতনতা তৈরি করা। আমাদের মূলত চেষ্টা আপনার আদরের সন্তানের তথ্য আপনার মোবাইলে পৌছে দেওয়া। এই তথ্য সেবা দেওয়ার জন্য আপনার সন্তানের নিকট কোন মোবাইল ফোনের দরকার হবে না, শুধুমাত্র ছাত্র/ছাত্রীদের স্কুলের ডিজিটাল আইডি কার্ড এর মাধ্যমেই সমস্ত তথ্য অভিভাবকের মোবাইলে পৌছে যাবে। বাংলা, অংক, ইংরেজি প্রতিটা ক্লাসের তথ্য সেবা আমরা প্রদান করছি প্রতি ১০/২০ মিনিট পর পর, অথাৎ ১০/২০ মিনিট পর পর SMS যাবে আপনার মোবাইলে।